What is BOM? (বম এর সংজ্ঞা)

 BOM ( Bill of Material)

বম হল উৎপাদন, নির্মাণ বা মেরামতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, উপাদান এবং নির্দেশাবলীর একটি বিস্তৃত তালিকা।  এক কথায় ফাইনাল কোন প্রোডাক্ট তৈরী করতে যা যা কাচামাল লাগে তার একটা একিওরেট তালিকা বা লিস্ট।

বম সাধারণত শ্রেণিবদ্ধ বিন্যাসে উপস্থাপন করা হয় যেমন একটা চেয়ারের কথা চিন্তা করতে পারি।

চেয়ার হল আমদের ফাইনাল প্রোডাক্ট। আর এই চেয়ার তৈরী করতে আমদের প্রথমে লাগে সিট, লেগ ও ব্যাক। আবার লেগ এস্যাম্বলি করার জন্য আমাদের ৪ টা লেগ দরকার এবং ১ টা ক্রস বার। এভাবে ব্যাক এসেম্বলি করার বেলায়ও আমদের আরও কিছু কম্পোনেন্ট লাগবে। এভাবে একটা চেয়ার তৈরী করতে যতগুলা স্ক্র, পেরেক, কার্টুন, পলি এমনকি কত কেজি আঠা লাগবে সেটাও বমে উল্লেখ থাকতে পারে।

বম একটি প্রেসেসের মধ্যবিন্দু হিসেবে কাজ করে। বম খুবি ভাইটাল রোল প্লে করে কারণঃ

১। বম প্রত্যেক কাচামালের প্রাপ্যতা নিশ্চিত করে। বমে ভুল হলে পারচেস টিম ভুল মেটেরিয়াল ক্রয় করবে বা কাচামাল মিস হয়ে যেতে পারে।

২। বমের ভুল যদি প্রোডাকশনে আসার পর ধরা পরে তাহলে  শিপমেন্ট সিডিউল, প্রোডাকশন প্লান চেঞ্জ করা লাগে। যার ফলে অপারেটিং কস্ট বাড়ে ও সিপমেন্ট ডেট মিট করা পসিবল হয় না।

৩। অপ্রয়োজনীয় কাচামাল ইনভেন্টরি কস্ট বাড়িয়ে দিবে।

৪। প্রোডাক্ট কস্টিং ভুল হবে। যা কোম্পানিকে লসের ভিতরে ফেলে দিবে।

৫। ভুল কাচামাল ব্যবহারের ফলে কাস্টমার ক্লেম করতে পারে। যেমনঃ কিছুদিন আগে সাওমি মোবাইল সেট গুলা বিস্ফোরিত হচ্ছিল যেটার ফলে কাস্টমার ক্লেম করছিল এবং কোম্পানিটি প্রচুর কাস্টমার হারিয়েছে। এটার মূল কারণ ছিল ভুল কাচামাল ইউস করা।







Comments

Popular posts from this blog

Difference between Lead time and cycle time.