Types of BOM (বম এর প্রকারভেদ)

 সাধারণত বম 2 প্রকারের:

১। EBOM (Engineering BOM)

২। MBOM (Manufacturing BOM)

এছাড়াও আরো বিভিন্ন ধরণের বম হতে পারে যেমন ঃ

Service BOM, Sales BOM, Assembly BOM etc.

EBOM: Engineering BOM সাধারণত  Computer-Aided Design (CAD) or Electronic Design Automation (EDA) ব্যবহার করে ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি করা হয়। এই বমে সাধারণত একটা প্রোডাক্টের ডিজাইন করতে যেসব আইটেম  বা পার্টস, এসেম্বিলি বা সাব এসেম্বিলি দরকার হয় তার একটা তালিকা করা হয়। 


💭 কিভাবে পণ্য ডিজাইন করা হয় তার সাথে সংগঠিত

💭পণ্যটি ডিজাইনের সমস্ত পার্টেসের তালিকা

💭 এছাড়াও বিস্তারিত ইঞ্জিনিয়ারিং তথ্য যেমন স্পেসিফিকেশন, সহনশীলতা এবং মান অন্তর্ভুক্ত থাকে


MBOM: Manufacturing BOM হল একটা ফাইনাল প্রোডাক্টটি তৈরী করতে যে যে পার্টস লাগে তার একটা তালিকা। EBOM থেকে MBOM বানান হয়। আসলে EBOM  কাজ করে কিভাবে একটা প্রোডাক্ট ডিজাইন করা হবে আর MBOM কাজ করে কি কি কম্পোনেন্ট লাগবে একটা ফাইনাল প্রোডাক্ট বানানোর জন্য সেটা নিয়ে।


💭 ফিজিকালি উৎপাদনের জন্য রোডম্যাপ করা  থাকে

💭এটি eBOM দ্বারা চালিত হবে

💭 পণ্য তৈরি, এসেম্বলি করতে এবং প্যাকেজ করার জন্য প্রয়োজনীয় কোনো বিবরণ এবং উপকরণ
অন্তর্ভুক্ত থাকে।



















Comments

Popular posts from this blog

Difference between Lead time and cycle time.