Posts

Showing posts from October, 2021

Storage Principles (FIFO, LIFO, HIFO, LOFO, FEFO)

Image
কোন কোম্পানি যে ধরণের পণ্য বিক্রি করে , তার উপর নির্ভর করে উপযুক্ত স্টোরেজ পদ্ধতি নির্ধারিত করা হয় ,যা লজিস্টিক প্রক্রিয়াগুলির সাথে স্টোরের সমস্ত কাজের ধাপগুলিকে সর্বোত্তমভাবে সমন্বয় করে।  FIFO, LIFO, HIFO, LOFO এবং FEFO সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরেজ নীতিগুলি লিড করে। আমরা এগুলার ডিটেইলস আলোচনা করব। FIFO (First In, First Out) FIFO এর মানে হল যে পণ্যগুলা আগে স্টোর রিসিভ করবে , সেগুলা সবার প্রথমে অপসারিত হবে। যেমনঃ টিকিটের লাইন। যে সবার আগে লাইনে দাঁড়াবে সে সবার আগে টিকিট পাবে।                                        যে সব প্রোডাক্টের মেয়াদ শেষ হবার ডেট থাকে বা সময়ের সাথে সাথে মূল্য হারায় সেই সব প্রোডাক্টের ক্ষেত্রে ফিফো করা হয়। যেমনঃ  আইটি প্রোডাক্ট LIFO (Last In, First Out) LIFO  এর মানে হল যে পণ্যগুলা প্রথমে স্টোর রিসিভ করবে, সেগুলা সবার পরে অপসারিত হবে। যেমনঃ খাবারের প্লেট এর সারি।  অপচনশীল পণ্যে যাদের  মেয়াদোত্তীর্ণের তারিখ দরকার হয় না যেমনঃ রড, স্টিল HIF...