Storage Principles (FIFO, LIFO, HIFO, LOFO, FEFO)

কোন কোম্পানি যে ধরণের পণ্য বিক্রি করে , তার উপর নির্ভর করে উপযুক্ত স্টোরেজ পদ্ধতি নির্ধারিত করা হয় ,যা লজিস্টিক প্রক্রিয়াগুলির সাথে স্টোরের সমস্ত কাজের ধাপগুলিকে সর্বোত্তমভাবে সমন্বয় করে। 

FIFO, LIFO, HIFO, LOFO এবং FEFO সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরেজ নীতিগুলি লিড করে। আমরা এগুলার ডিটেইলস আলোচনা করব।

FIFO (First In, First Out)




FIFO এর মানে হল যে পণ্যগুলা আগে স্টোর রিসিভ করবে , সেগুলা সবার প্রথমে অপসারিত হবে।

যেমনঃ টিকিটের লাইন। যে সবার আগে লাইনে দাঁড়াবে সে সবার আগে টিকিট পাবে। 

                                     FIFO

যে সব প্রোডাক্টের মেয়াদ শেষ হবার ডেট থাকে বা সময়ের সাথে সাথে মূল্য হারায় সেই সব প্রোডাক্টের ক্ষেত্রে ফিফো করা হয়। যেমনঃ  আইটি প্রোডাক্ট


LIFO (Last In, First Out)

LIFO এর মানে হল যে পণ্যগুলা প্রথমে স্টোর রিসিভ করবে, সেগুলা সবার পরে অপসারিত হবে।


যেমনঃ খাবারের প্লেট এর সারি। 

LIFO



অপচনশীল পণ্যে যাদের মেয়াদোত্তীর্ণের তারিখ দরকার হয় না যেমনঃ রড, স্টিল

HIFO(Highest In, First Out)

HIFO-  সর্বোচ্চ দামের পণ্যগুলি সর্বপ্রথম স্টোর ছেড়ে যাবে। হোল্ডিং কস্ট বা মানি ফ্লো ঠিক রাখার জন্য এই কৌশল অবলম্বন করা হয়।

LOFO (Lowest In, First Out)

LOFO-  সর্বনিম্ন দামের পণ্যগুলি সর্বপ্রথম স্টোর ছেড়ে যাবে। এই প্রসেসে সবচেয়ে সস্তা  দামের প্রোডাক্ট গুলা সামনের দিকে রাখা হয়।

FEFO (First Expired, First Out)
FEFO-  যে প্রোডাক্টির মেয়াদ শেষ হবে আগে ,সেটা প্রথমে অপসারিত হবে। যেমনঃ ফার্মাসিটিকাল বা ফুড ইন্ডাস্ট্রি তে এই কৌশল অবলম্বন করা হয়। বর্তমানে FIFO এর থেকে FEFO এর দিকে কোম্পানিগুলা বেশী মনোযোগ দিচ্ছে।
                                                   
FIFO



 

Comments

Popular posts from this blog

Difference between Lead time and cycle time.